1. info@dainiknetrojolsahitthomagazine.com : দৈনিক নেত্রজল সাহিত্য ম্যাগাজিন : দৈনিক নেত্রজল সাহিত্য ম্যাগাজিন
  2. info@www.dainiknetrojolsahitthomagazine.com : দৈনিক নেত্রজল সাহিত্য ম্যাগাজিন :
বৃহস্পতিবার, ১৭ এপ্রিল ২০২৫, ০১:১৭ পূর্বাহ্ন

অণুগল্প শিরোনাম : প্রথম পাওয়া গোলাপ। কবি : দীপিকা হালদার

  • প্রকাশিত: রবিবার, ৯ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৪৪ বার পড়া হয়েছে

অণুগল্প
শিরোনাম : প্রথম পাওয়া গোলাপ।
কবি : দীপিকা হালদার

পাপিয়া স্কুলে যেতেই বন্ধু শিলা একটা গোলাপ এগিয়ে দিলো, একগাল হাসি নিয়ে হাতে নাড়াচাড়া করছে পাপিয়া ,এমন সময় একটা চিরকূট ধরিয়ে দিয়ে বললো,
শিলা : এটাও তোর, পাপিয়া : কি এটা,
শিলা : তোর চিঠি, পাপিয়া : কে দিয়েছে,
শিলা : একটু হেসে শিলা বললো প্রতাপদা, পাপিয়া : সে কি ? শিলা : ও তোকে রোজ দেখে, আর ভীষণ ভালোবাসে। পাপিয়া : কি বলিস?
শিলা : হুম, খুব ভালোবাসে। পাপিয়া : না না, এই নে চিঠি, আর এই তোর গোলাপ, আমি নিতে পারবো না।
শিলা : কেনো, প্রতাপদা খুব ভালো।
পাপিয়া : তো,, আমি কি করবো, শিলা : চিঠি টা পড়, দেখ কি লিখেছে, পাপিয়া : না না, নেবো না, পড়ব না।
শিলা : আহা্ সে তো দেখছে না, কি হবে। পাপিয়া :না, পারব না। এরপর থেকে যাওয়া আসার পথে পাপিয়া চোখ রাখছে , কে ওর দিকে অন্যভাবে তাকিয়ে থাকে, কয়েক দিন লক্ষ্য করেই বুঝতে পেরেছে, পাপিয়া অস্বস্তিতে যেনো আর পথ চলতেই পারছে না।
এভাবেই স্কুলের দিনগুলো কেটে যায়, কলেজের পথ ভিন্ন। কাজেই ভিন্ন ভিন্ন পথিকের সাথে পথচলা। আর দেখা হয় না পাপিয়া ও শিলার। মাঝখানে বয়ে গেছে অনেকগুলো বছর। সোস্যাল মিডিয়া চলে আসে মানুষের মুঠোতে, হঠাৎ একদিন সেই প্রতাপদা ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠায় । পাপিয়া কিসব ভেবে রিকোয়েস্ট একসেপ্ট করে নেয়। ম্যাসেঞ্জারে প্রশ্নের ঝড় তুলে দেয় প্রতাপদা। একসময় পাপিয়া জবাব দিতে থাকে, তবে ভীষণ মার্জিত আর বুদ্ধিমত্তার সাথে।
একসময় বলেই ফেলে তোমাকে কিছু বলেছিলো তোমার বান্ধবী শিলা , পাপিয়া খুব ইজিলি উত্তর দেয়, কতো কথাইনা হয় বন্ধু বন্ধুর সাথে। আমার কথা কিছু বলতো…? মানে একটা গোলাপ আর একটা চিঠি দিয়েছিলো তোমায়..? পাপিয়া : না না, কার চিঠি কিসের গোলাপ ?
প্রতাপ : ও কে সময়ের সাথে সাথে বয়ে গেছে সবকিছু। ভালো থেকো। ভালো রেখো তোমার সুন্দর পরিবারের সবাইকে।

শেয়ার করুন

আরো পড়ুন
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট