আমার গ্রাম
কবি:উম্মি হুরায়েরা বিলু
আমাদের ছোট গ্রাম
সবুজে সবুজময়,
এই গ্রামে গরিব ধনী
মিলেমিশে রয়।
এই গ্রামের ছোট্ট ঘরে
করি মোরা বাস,
আমার গ্রামের দীঘির জলে
ভাসে কত হাঁস।
সুখে দুখে মিলেমিশে থাকি
মোরা এক সাথে,
শিউলি ফুল ছড়িয়ে থাকে
আসা-যাওয়ার পথে।
আমার গ্রামের দীঘির জলে
ফোটে পদ্ম ফুল,
একবার হলেও গ্রামটি ঘুরে
দেখতে করো না ভুল।