আমার মৃত্যুতে
নিহাদ হোসাইন
আমি জানি আমার মৃত্যুতে তোমাদের কিছু যায় আসেনা।
হয়তো কাঁদবে কিছুদিন, শূন্যতায় থাকবে কয়দিন,হাতে গোনা।
আবার লেগে পড়বে তোমরা কাজে,
আমার সাক্ষাৎে যাবে হয়তো, কাজ থাকবে না যবে।
ঘুম ও হবে আগের মতো তোমাদের,
হবে নাওয়া খাওয়া ও,
গল্পগুজব ও করবে আগের মতো।
মেনে নিয়েছি তাই অপ্রিয় সত্য,
আমার মৃত্যুতে কারো কিছু যায় আসেনা চিরসত্য।