আল্লাহ আমার রব
মাফরুহা মৌসুমী
01.01.2025
চলছি আমি খুবই আনমনে
ভাবছি কিছু মনে মনে
পথ কি অনেক বাকী?
যাচ্ছি কোথা,লক্ষ্যটা কি?
মন জানেতো? মানেটা কি!
কেউ কি আছে সাথী?
জীবনখানা চলছে তো বেশ
এঁকে-বেঁকে জীবন ক্লেশ
আছে কি সময় বাকী?
সময় ঘড়ি চলছে যেমনি
হবে না রদবদলও তেমনি
নিভে যাবেই জীবনপ্রদীপ বাতি।
হাঁটছি দিনে ছায়া পাশে
মধ্যাহ্নে দেখি ছোট হতে
দিন গড়ালে লম্বা অতি
রাত্রিতে সে নাই।
সময়ে করে সব নিয়ন্ত্রণ
ভয় কেন তবে পাই?
জীবন যৌবন তুচ্ছ অতি
বেঁচে থাকলে হীরা মতি
খুব যত্নে আগলে রাখি
না করি তবে শোক,
নিজের খেয়াল রাখতে শিখি
অল্পেই যেন তুষ্ট থাকি,
থাকবেনা আর ক্ষোভ।
যা পাব তা শুধুই আমার
ভাগ্যলিপি কি বদলে যাবার?
যতই করি রোখ।
সময় হিসাব যাহার হাতে
তিনিই আমার সব।
বলছি-আল্লাহ আমার রব।