একটু মায়া
কলমে :ডক্টর ইকবাল হোসেন খান
তারিখ 05/11/2024
জীবন কখনো কৰ্মের কাছে থাকে
জীবন কখনো জেড়ে দেয় ভাগ্যের কাছে ।
কখনো এগিয়ে যায় আনন্দে
আবার কখনো থেমে যায় বিষাদে ।
কোথায় যায়
জানে না
শেষ কোথায়
জানে না
এতো অনিশ্চয়তা
এতো ধূসরিত
তবুও শেষ পৰ্যন্ত এমনি করে
জীবনে গল্প বলে সবার কাছে
আশা জেগিয়ে তুলে
স্বপ্ন দেখায়
অথচ সবাই জানে সব মিথ্যা
সব ছলনা
কিছুই স্থায়ী না ,সব ভঙ্গুর
অনিশ্চয়তা
একটা একটা ধূসরিত অধ্যায়
তাই আমি বলি জীবন ধ্বংসের জালে আটকা
কিছুই নেই
শুধু মায়া একটু ছায়া
জীবনের ভিতরের কথা ।