1. info@dainiknetrojolsahitthomagazine.com : দৈনিক নেত্রজল সাহিত্য ম্যাগাজিন : দৈনিক নেত্রজল সাহিত্য ম্যাগাজিন
  2. info@www.dainiknetrojolsahitthomagazine.com : দৈনিক নেত্রজল সাহিত্য ম্যাগাজিন :
বৃহস্পতিবার, ১৭ এপ্রিল ২০২৫, ১২:৫৪ পূর্বাহ্ন

কথায় কথা বাড়ে মহসিন আলম মুহিন

  • প্রকাশিত: মঙ্গলবার, ২৪ ডিসেম্বর, ২০২৪
  • ৬৪ বার পড়া হয়েছে

কথায় কথা বাড়ে
মহসিন আলম মুহিন

এ কথা সে কথা সুখের কথা, দুঃখের কথা!
পাওয়ার কথা, না পাওয়ার কথা,
কথা দিয়ে কথায় কথায় কাজ সারে,
কেউ জেতে, কেউ হারে-কথায় কথা বাড়ে।।

নতুন কথা, পুরান কথা, ভালো কথা, মন্দ কথা,
প্রিয়ার কথা, হিয়ার কথা, মজার কথা, সাজার কথা,
কত কথা জীবন জুড়ে-কথায় কথা বাড়ে!
নিজের কথায় হয় না চলা, চলে কথা ধার করে-কথায় কথা বাড়ে।।

প্রাণের কথা, গানের কথা, বাঁচার কথা, মরার কথা!
সত্য কথা, মিথ্যা কথা, হাসির কথা, কান্নার কথা,
নানান কথায় মন পোড়ে, রাতের কথা, দিনের কথা, জেগে কথা, ঘুমে কথা, স্বপ্নে কথা পাক পাড়ে-কথায় কথা বাড়ে।।

ধর্মের কথা, অধর্মের কথা, শিক্ষার কথা, কুশিক্ষার কথা, কথা কতই না সময় ঘিরে, থাকা যায় না চুপ করে! আলোর কথা, কালোর কথা, রাজার কথা, প্রজার কথা, চন্দ্রের কথা, সূর্যের কথায় আলো ঝরে- কথায় কথা বাড়ে।।

যুদ্ধের কথা, অস্ত্রের কথা, গোলার কথা, বোমার কথা, আইনি কথা, বেআইনি কথা, কতই না কথার ফুল ঝরে! জোড়ে কথা, আস্তে কথা, শান্তির কথা, অশান্তির কথা, নেতার কথার দাম বাড়ে, আশার কথা, বাঁচার কথা, চলার কথা, থামার কথা, কাঁদার কথা, হাসির কথা, হাজারো কথা, লক্ষ কথা, কোটি, কোটি
কথা দুনিয়া জুড়ে-কথায় কথা বাড়ে।।

নবীর কথা, কবির কথা, স্রষ্টার কথা, সৃষ্টির কথা,
বুঝতে হবে কথার গভীরতা, বাঁকা কথা, সোজা কথা, মরণের কথা, শরমের কথা, পাপের কথা, পুণ্যের কথা, বুঝতে হবে নচেৎ জীবনে ঘুণ ধরে-কথায় কথা বাড়ে।।

আশার কথা, হতাশার কথা, মানুষের কথা,
অমানুষের কথা, সুরের কথা, অসুরের কথা,
কথা শিখতে হবে জ্ঞান করে! চুপ থাকলে মান বাড়ে,
নইলে শুধু অহেতুক সাজ-কথায় কথা বাড়ে।।

রোগের কথা, রুগীর কথা, ঔষধের কথা,
ডাক্তারের কথা, সমন্বয় হলে দম বাড়ে!
উল্টো হলেই ভুল কথা, সর্বনাশের পথ ধরে!
এমন কথায় প্রাণ ঝরে-কথায় কথা বাড়ে।।

দামী কথা, দামের কথা, ক্রেতার কথা,
বিক্রেতার কথা, মাঝ খানে লোভের কথা ভর করে!জীবন সংসার এসব কথায়-মুখ থুবড়ে হাল ছাড়ে,
অচল হয় সামনে চলা সহজ পথ ধরে-কথায় কথা বাড়ে।।

লেখার কথা, ভাষার কথা, ছাপার কথা, পড়ার কথা, কেনার কথা, যদি না কথার রূপ ধরে?
এ কথা সে কথা দে-বু-একটু আওলা পাতা-
চাবাই খানিক চুপ করে-না তবুও কথা ভীড় করে!
শুধু শুধু কথার কথায়, সময় টুকু পাড় করে!
তাহলে আর লাভ কি হবে? এমন কথার কাজ করে।।

#রচনাকালঃ-০৪.০৪.২০২২
বিএসএমএমইউ -ঢাকা।
মহসিন আলম মুহিন
খামার গ্রাম কলেজ পাড়া
থানাঃ-এনায়েতপুর
উপজেলাঃ-চৌহালী
জেলাঃ-সিরাজগঞ্জ
বিভাগঃ-রাজশাহী দেশঃ-বাংলাদেশ

শেয়ার করুন

আরো পড়ুন
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট