কবিতা:তোমার সমুদ্দুরে
কবি:হাসান জামান
১৬-১১-২৪।
কতোদিন দেখিনি তোমায়
শুনিনা তোমার স্বর
কাটে অন্তহীন প্রতীক্ষায়
নৈশ্বব্দে ভরা পহর।
ব্যস্ত জীবন ব্যস্ত নগরী
বাঁচার অসম লড়াইয়ে
কেউ আহত কেউ পরাজিত
কেউ জলন্ত কড়াইয়ে!
বৃক্ষের মতো বোবা হয়ে
কাটছে রাত্রি দিন
তোমাকে ছাড়া এই হাসি গান
বিফল অর্থহীন!
পাখির কন্ঠ কান পেতে শুনি
ভোরের মুগ্ধ আকাশে
নির্ঘুম রাতে বেদনার বাঁশি
কে বাজায় দূর বাতাসে!
ফিরে যেতে সাধ জাগে
নিস্তরঙ্গ নদী ছেড়ে
গাংচিল হয়ে উড়ে
তোমার সমুদ্দুরে!