কবিতা:নিভৃত প্রেমিক
কবি:মো:রফিকুল ইসলাম
আমি এক নিভৃতচারী নিভৃত প্রেমিক
আমি নিরবে নিভৃতে কাঁদি,
আমার কান্না প্রতিধ্বনিত হয়--
আমারই বুকের দূর্গ দেয়ালে।
কম্পনে কম্পনে ঝরে পড়ে হৃদয়ের সব ঘুন
আমি নিরবে ভালোবাসি গোপনে বাসর সাজাই।
আমি নিরবে নিভৃতে অপলক প্রতিক্ষায় থাকি
রোগ,শোক,দু:খের কাছে তুমি গ্রেফতার
সারাদিন দারুণ ব্যস্ততা তোমার।
কর্তব্যের বেড়াজালে তুমি আষ্টেপৃষ্ঠে জড়িয়ে থাকো,
আমি তোমার উচ্ছিষ্ট সময়ের প্রতিক্ষায় থাকি
আমি তোমার উচ্ছিষ্ট ভালোবাসার প্রতিক্ষায় থাকি
তোমার প্রণয় আর উচ্ছিষ্ট সেবা শ্রমের প্রতিক্ষায় থাকি।
তুমি যাকে ভালোবাসো যে তোমার সাধনার ধন
বহু খড় কাঠ পুড়িয়ে যাকে অর্জন করেছো
তার জন্য তোমার কোন ফুরসত নেই?
নাকি এ তোমার বাতুলতা আবেগি কথা
আমি তোমার ফুরসতের প্রতিক্ষায় থাকি।
আমি নিভৃত প্রেমিক প্রচার প্রসার বিমুখ
দিনের আলো আমাকে জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দেয়।
নির্জনতা,গোপনীয়তা,অন্ধকার আমার ভূষণ
উচ্ছিষ্ট ফুরসত উচ্ছিষ্ট সময় উচ্ছিষ্ট ভালোবাসা,
আমার জন্য বরাদ্দ আমি তাতেই সন্তুষ্ট।
আমি যে এক নিভৃতচারী নিভৃত প্রেমিক
গর্জন করতে পারিনা মিছিল করতে পারিনা,
কারণ;তোমার ভালোবাসা আর সম্মানকে
আমি দিগম্বর করতে পারিনা--
সেই অধিকার আমার নেই।
তবে হ্যা আমি তোমার উপর অভিমান করতে পারি;
অনেক অভিমান!!!
তোমার উপর অভিমান বশত অনশন করতে পারি
পেরিয়ে যেতে পারি অজস্র নির্ঘুম রাত্রি
নিরবে উদার চিত্তে উৎসর্গ করতে পারি জীবন।
আমি দূর হতে তোমায় দেখি--
তোমার ব্যস্ততার দৌড় দেখি
নানান বর্ণে নানান রঙ ঢঙে তোমায় ডাকি
তুমি যেন বধির মোহিত এক প্রাণ।
প্রতিক্ষার দায় ভারে ভোরের আলো দেখিনা
রোদ মাখা দিন দেখা হয়না;সূর্যাস্ত দেখিনা
কাজল কালো আঁধারে স্নান করা হয়না
বারবার দেখি একঘেয়েমির সূর্যোদয়।
আমি এক নিভৃতচারী নিভৃত প্রেমিক
নিরবে,নির্জনে,গোপনে,অন্ধকারে--
প্রয়োজনে সাইক্লোনের রুপে
আমি আছি আমি থাকবো জন্ম জন্মান্তরে।