কবিতা:রক্তাক্ত বাংলাদেশ
কবি:মোঃ সৈকত হোসেন হৃদয়
আমার সোনার দেশে চলছে কি আজ
সেকথা যায়না মুখে বলা
অশান্তির কালো মেঘ চতুর্দিকে
কোথাও যায়না শান্তিতে চলা।
গ্রেনেডের কালো ধোঁয়ায় ছেয়েছে আকাশ
নাকে আসে বারুদের গন্ধ
মুখোশের আড়ালে লুকানো মানুষ
বুঝিনা কে ভালো, কে যে মন্দ।
জনজীবন হলো বিপন্ন আজ
শাটডাউন, কারফিউ চলছে
বুকের রক্ত দিয়ে কেনা এ দেশ
সহিংসতার দাবানলে জ্বলছে।
ধ্বংসের মুখোমুখি আমার স্বদেশ
জানিনা কবে হবে শান্ত
হিংস্রতা, বর্বরতা দেখে দেখে
চোখ দুটিও হয়েছে আজ ক্লান্ত।
রক্তাক্ত হয়েছে আজ আমার বাংলাদেশ
লাশের সারি বাড়ছে প্রতিরোজ
কবে পাবো বলো বিশুদ্ধ বাতাস
কে দিবে বলো তার খোঁজ।
বিবেকের দরজাটা বন্ধ করে
চোখ থাকিতেও সেজে অন্ধ
কি করে থামাবে এই কোলাহল
বাড়ছে দ্বিধা আর দ্বন্দ্ব।