কবিতার নামঃ শীতের ঘ্রাণ
কবির নামঃ বি এম মিজানুর রহমান
তারিখঃ ০৬/১১/২০২৪
শীতের আমেজ লাগছে দারুণ
পাচ্ছি শীতের ঘ্রাণ,
হেমন্ত ভাই নতুন রূপেতে
ভরলো সবার প্রাণ।
কুয়াশায় ঢাকা সকাল সন্ধা
শেষ রাতে লাগে শীত,
শীতের আমেজ লাগতে ভাই রে
অনেকে গাইছে গীত।
আলোমাখা রবি শীতের সকালে
দেখতে লাগে বেশ,
ষড়ঋতু ভাই মোদের সবার
মনে রেখে যায় রেশ।
হিমেল বাতাসে শিশির স্নানে
শীতের ফুলেরা হাসে,
পছন্দ ঋতু আসতে সবাই
শীতের ঘ্রাণেতে ভাসে।
শীতের আমেজ হেমন্তে তাই
হাসি কৃষকের মুখে,
শীতের ঘ্রাণের এমন পরশে
সকলে থাকুক সুখে।