1. info@dainiknetrojolsahitthomagazine.com : দৈনিক নেত্রজল সাহিত্য ম্যাগাজিন : দৈনিক নেত্রজল সাহিত্য ম্যাগাজিন
  2. info@www.dainiknetrojolsahitthomagazine.com : দৈনিক নেত্রজল সাহিত্য ম্যাগাজিন :
শুক্রবার, ১৮ এপ্রিল ২০২৫, ১১:২২ পূর্বাহ্ন

কবিতার শিরোনাম – খামখেয়ালী মন কলমে — মহুয়া মিত্র

  • প্রকাশিত: সোমবার, ১৮ নভেম্বর, ২০২৪
  • ৬৩ বার পড়া হয়েছে

কবিতার শিরোনাম – খামখেয়ালী মন
কলমে — মহুয়া মিত্র

নোনা ধরা দেওয়ালের ফাটলে ছোট্ট বটের চারা,
সেখানে মেঘভেজা রঙ আঁকে জীবনের ছায়াছবি,
শূন্য ক্যানভাসে নিঃস্তব্ধ দুপুর।।

হাতল ভাঙা ফুলদানিতে ঝিমিয়ে পড়া গোলাপ,
অনেকটা প্রেমহীন প্রেমের গল্পের মতো,
সতেজ প্রেম সেখানে শুধুই অসমাপ্ত পান্ডুলিপি।।

যুক্তাক্ষরে ভালোবাসা জড়িয়ে থাকে আষ্টেপৃষ্ঠে,
অসহনীয় অবর্ণনীয় অবস্থা,
স্বস্তির শ্বাস ফেলে এক টুকরো জলভরা বাতাস।।

স্তোক দিয়েছিলে ‘ভালবাসা আছে’,
হয়তো হৃদয়ের তন্ত্রীতে নয়,
আবছা বিকেলের ভাটিয়ালি সুরে ছাওয়া নদীর ঢেউয়ে ছিল সে ভালবাসা।।

তুমি চেয়েছিলে অন্ধকারের অবসান হোক সগৌরবে,
তাই তো লিখেছিলে আস্ত একটা উপন্যাস,
যার শেষ পাতায় ছিল শান্তির সৌরভ।

সমুদ্রের শেষ কেউ দেখে নি,
তেমনি দেখে নি মনের গহীনে ইষ্টের পদচিহ্ন।

ফুল বাগিচায় ছিলো তোমার একাকীত্বের স্বাদ,
গল্পের উপসংহারে তাই আছে ভালো থাকার আশ্বাস।।

শেয়ার করুন

আরো পড়ুন
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট