অবুঝ নীল পাখী
–শ্যামলী ইসলাম
তুমি আমার স্বপ্ন ভাংগা
অবুঝ নীল পাখি,
দিনভর শুধু আপন মনে
কর ডাকাডাকি।
নীল আকাশের সফেদ
মেঘের ফাঁকে,
উঁকি মেরে
যাও যে তুমি অলোকে।
অবহেলায় অনাদরে মুখ
ফিরিয়ে নাও,
যাবার বেলায় বারে বারে
ফিরে ফিরে চাও।
প্রেমের শুরু দুইটি বছর
হয়ে গেল পাড়,
হৃদ পিঞ্জরে তবুও যে
তোমার হাহাকার।
মনের ক্লেদ যায়না কভু
ভেবে দিশে হারা,
এক পশলা বৃষ্টি হলে
ঘুচত সকল প্যারা।
তোমার চির বিদায় খানি
বারে বারে কাঁদায়,
তোমার বাঁশির সুরের ধারা
অন্তরেতে বাজায়।