কবিতা -অভাব
কবি-পত্রলেখা ঘোষ
টাকার লোভে মানবজাতি অন্ধ হলো আজ,
অধর্ম ই ধর্ম হলো নেই তো কোনো লাজ।
অভাব রূপে দানব যবে ঢোকে লোকের ঘরে-
পাশে তখন কেউ থাকে না অন্য রাস্তা ধরে।
পেটের খিদে প্রবল হলে মানুষ ভোলে নীতি,
পাপের পথে ধাবিত হয় লাগে না আর ভীতি।
হাসির ছলে মিথ্যা কথা সমানে যায় বলে-
পরদ্রব্য আত্মসাৎ করে সুকৌশলে।
কোনো লোকের দুঃখ দেখে গলে না আজ মন,
নিজস্বার্থ চরিতার্থে ব্যস্ত মানুষ জন।
তেলা মাথায় তেলটি ঢালা কিছু লোকের কাজ-
দুঃখীজনে কেঁদেই চলে কেউ দেখে না আজ।
সমাজটা তো বড় কঠিন স্বার্থ দিয়ে মোড়া,
মনটি জুড়ে স্বার্থচিন্তা কুটিলতায় ভরা।
অভাব দিয়ে স্রষ্টা জেনো ভক্তজনে মাপে-
তারেই প্রভু কৃপা করেন ছড়ায় না যে পাপে।
দুখের মাঝে থেকেও যদি থাকে মানুষ সৎ,
স্বয়ং প্রভু কৃপার বলে দেখিয়ে দেন পথ।
জীবন রথে ন্যায়ের পথে চলতে হবে ভবে-
চিত্ত মাঝে প্রসন্নতা বিরাজ করে তবে।