কবিতা -অসম্পূর্ণ
কবি -বানী পাল
তোমার অনেকগুলো ক্লান্তির মৃত্যু হলে
আমার একটা কবিতার জন্ম হয়,
যেদিন থেকে তোমার ক্লান্তিরা গন্তব্য বদলেছে
আমার একটা লেখাও পূর্ণতা পায়নি।
অসুস্থ রাতগুলো অসম্পূর্ণই কেটে যায়
শব্দগুলো হাতের কাছেই ঘোরাফেরা করে,
তবু তাদের বাঁধতে পারিনা। সংগ্রাম চলে…
মন ও মাথার ভিতর অনুভূতির নীরব মিছিল।
ক্লান্তিরা আর কোনোদিন ফিরবে কি ঠিকানায়
কখনও লেখা হয়ে ওঠেনি, কখনও বলাও হয়নি।
তুমি ক্লান্তি নাকি কবিতা, বোঝাতেই পারিনি
অসময়ের কলম আজও একটু যত্নের অপেক্ষায়…