কবিতা-এখনো আমি
কবি -ডেইজী আশরাফ
১৪/১/২০২৫
এখনো আমি তোমায় ভেবে
বালিশ ভিজাই জলে
সারাদিন মান তোমায় ভেবে
বুকের ভিতর জ্বলে।
চলে গেছো তুমি বহুদুর
ফিরবেনা আর জানি,
তোমার স্মৃতি সারাজীবন
সম্বল হবে ওগো রানী।
অভিমানে দুরে সরলে আমি
জড়াতে মোরে বুকে,
চুম দিয়ে স্বপন আঁকতে
আমার দুটি চোখে।
আজকাল আর কোনো কিছু
লাগেনা মোর ভালো,
এত আলো সারা পৃথিবীতে
তবু লাগে সব কালো।
একা একা কথা বলি
থাকতে ও ভালো বাসি,
স্বপ্ন গুলো আর ঝরেনা
জীবনে রাশি রাশি।
সবকিছুতে চরম হতাশা
ভাবি বাকি দিনগুলি যাক,
আমারে যা দিয়ে গেছে সে
সেই শুধু আমার ই থাক।