দানার আঘাত
স্বপন আহমেদ
০৬/১১/২৪
দানা নামের ফণা তুলে
তেড়ে আসছে ঝড়,
আঘাত করবে সব জায়গাতে
নাইরে আপন-পর।
আমার মনে ভয় জেগেছে
শুনে ঝড়ের নাম,
না জানি তার তাণ্ডবেতে
কী হয় পরিণাম।
ধেয়ে যদি আসে দানা
সর্বনাশী ঝড়,
লণ্ডভণ্ড করে দেবে
গরীব দুখীর ঘর।
হাসি মুখটা মলিন হবে
দেখলে কারো লাশ,
ভাঙে যদি বসত-বাড়ি
হবে সর্বনাশ।
তুমুল বেগে এলে দানা
হয়ে যাবে ক্ষতি,
দেখবে কৃষক চেয়ে চেয়ে
ঝড়ের কী যে গতি।
দানা নামের কঠিন আঘাত
কেড়ে নেবে প্রাণ,
স্বজনহারা হবে মানুষ
ঝরে যাবে প্রাণ।