1. info@dainiknetrojolsahitthomagazine.com : দৈনিক নেত্রজল সাহিত্য ম্যাগাজিন : দৈনিক নেত্রজল সাহিত্য ম্যাগাজিন
  2. info@www.dainiknetrojolsahitthomagazine.com : দৈনিক নেত্রজল সাহিত্য ম্যাগাজিন :
শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ১১:০৭ অপরাহ্ন

কবিতা -না ফুরালো আশা। কবি -আব্দুস সোবাহান

  • প্রকাশিত: রবিবার, ২৯ ডিসেম্বর, ২০২৪
  • ৫১ বার পড়া হয়েছে

না ফুরালো আশা
আব্দুস সোবাহান

“এই
চলো না,
শূন্যে হারায়”

এই
চলো না,
দুজনে নীল আকাশে পাড়ি জমায়।

এই
চলো না
দুজন মিলে সুজন হয়ে যায়।

এই
চলো একটু গুরে আসি হাতে হাত রেখে।

এই
চলো না শীতের কুয়াশায় ভিজে শিক্ত হই,
কি বলো!
হুম পরে আবার তোমার ভালোবাসায় উষ্ণতা ফিরে পাব।

আচ্ছা তুমি আর কখনো ফিরবে না?
আমার বিশ্বাস তুমি বুলণ্ঠিত আজ আধারে ডুবালে
তুমি ডুবালে আমি ডুবে যাব অতলে যাব না দেখো।
আমি আমার মাঝে থেকে তোমায় ১৬ আনা নির্ভর করি।
তোমায় নিয়ে মুক্তমনে ভালোবাসার গল্প লিখি
তাই তো তোমাকে আমার থেকে মুক্তি দিলেম,তুমি চেয়েছিলে নিতে পারনি।
আমি তোমাকে মুক্তি দিলেম তুমি খুশি হলে,
বাহ! এ না হলে এই তুমও চির চেনা।

এই
চলো না,
গুরে আসি মিরপুর, বাঢ্ঢা,ধানমন্ডি কোন এক এক জায়গায় তোমার পরিচয়ে।
শীতের হিমেল হাওয়া হাতে হাত ফুর ফুরে মেজাজ
দুটি মন শুধু প্রিয় হয়ে পাশাপাশি, গরম চায়ের ধোয়ায়
গভীর থেকে আরে গভীরে সম্পর্কে বাধা হয়ে যায়।
এই
চলো না
শুধু আমাকে এগিয়ে দিয়ে আসবে
আমি চলে যাব বলে।
আর কখনো পিচনে থাকাবে না যেন মায়জালে বাধা পড়।
শুধু একবার!বলে দিবে আবার দেখা হবে।

#নবীন_লেখক
তারাকান্দা, ময়মনসিংহ

শেয়ার করুন

আরো পড়ুন
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট