কবিতা নিরব ঘাতক।
কবি:মোঃরফিকুল ইসলাম
রাজশাহী বাংলাদেশ।
খুন হয়েছে মানবতা;খুন হয়েছে প্রকৃতি
খুন হয়েছে সভ্যতা;খুন হয়েছে ন্যায়নীতি।
মা আগেও কেঁদেছে সন্তান ভাত খায়না বলে
মা আজও কাঁদে সন্তান ভাত দেয়না বলে
খুন হয়েছে মায়ের মাতৃত্ব।
বাবা আগেও সংসারের বোঝা বহন করেছে
আজ বয়সের বোঝা বহন করছে
সন্তানের সংসারে বাজারের ঝুলি বহন করছে
নয়তো আশ্রমে মানবেতর জীবন যাপন করছে
কেউবা পড়ে আছেন লাশ ঘরে
সন্তানের সময় নেই দায় নেই শেষকৃত্য সম্পাদনের
খুন হয়েছে পিতার পিতৃত্ব।
স্বার্থের বেড়াজালে,লোভে,চাপে খুন হয়েছে
পিতামাতার মমত্ববোধ ঈমানী দায়িত্ব
অকাতরে খুন হয়েছে ভাতৃত্ব
অভাবে স্বভাবে খুন হয়েছে মানুষের চরিত্র
খুন হয়েছে সতী নারীর সতিত্ব।
আমরা চেতনা নিয়ে বাঁচি;মর্যাদা নিয়ে বাঁচি
দৈন্যতার দায়ে ছেড়া বস্ত্রের ছিদ্র দিয়ে
যখন মানুষের লজ্জা দেখা যায়
মানুষ বলে সোনার বাংলা বেরিয়ে গেছে
আমাদের চেতনা,মর্যাদা,মনুষ্যত্ব খুন হয়েছে।
প্রবাদে শুনি আইন মাকড়সার জালের মত
ভুক্তভুগীর মুখে শুনি
ছাগল বেচে আইনের আশ্রয়ে আসলাম
গরু বেচে বেরিয়ে এলাম
খুন হয়েছে আমাদের স্বাধীনতা সংগ্রাম।
বেনিয়ার দল চলে গেছে ছয় যুগ হয়
পাকিস্তানি জালিমেরা গেছে চার যুগ হয়
তাদের রীতিনীতি,স্বভাব,আইন,পঞ্জিকা
আমরা আজও বুকে আঁকড়ে ধরে আছি
"আমি বাংলায় গান গাই
আমি বাংলার গান গাই
আমি বাংলায় ভাসি;আমি বাংলায় হাসি"
কিন্তু আজও ইংরেজি পঞ্জিকা গুনি
বাবা হয়েছে ড্যাড মা হয়েছে মম
বাঙালি জাতিসত্তা বাঙালি সংস্কৃতি খুন হয়েছে
খুন হয়েছে আমাদের ভাষা সংগ্রাম।