পরিযায়ী পাখি
মো. নজরুল ইসলাম
শীতের দিনে উড়ে আসে
পরিযায়ী পাখির দল,
ভিন্ন দেশী দেশে ফিরছে
করে কতো কোলাহল।
বহু দূর পথ পাড়ি দিয়ে
পরিবেশের করে খোঁজ,
নদী নালায় খালে বিলে
চড়ে বেড়ায় দেখি রোজ।
পুকুর ডোবা দীঘির খোঁজে
দল বাঁধিয়া উড়ে যায়,
রাতের বেলা গাছ পালাতে
বসবাসের আশ্রয় পায়।
আশে পাশের সরোবরে
পরিযায়ী র মেলা হয়,
আঁখি লোভা মনোহর রূপ
মানুষের মন করে জয়।
ভীষণ লাজুক পাখি বলে
সারাদেশে খ্যাতি খুব,
জলাশয়ে চড়ার সময়
শিকার ধরতে মারে ডুব।
বিদেশ থেকে আাসে দেশে
পরিযায়ী আবাস নেয়,
বংশ বিস্তার করে শেষে
আপন দেশে উড়াল দেয়।