1. info@dainiknetrojolsahitthomagazine.com : দৈনিক নেত্রজল সাহিত্য ম্যাগাজিন : দৈনিক নেত্রজল সাহিত্য ম্যাগাজিন
  2. info@www.dainiknetrojolsahitthomagazine.com : দৈনিক নেত্রজল সাহিত্য ম্যাগাজিন :
শুক্রবার, ১৮ এপ্রিল ২০২৫, ০৯:২১ পূর্বাহ্ন

কবিতা- প্রতীক্ষা কবি- মহামায়া রুদ্র।

  • প্রকাশিত: বুধবার, ৪ ডিসেম্বর, ২০২৪
  • ৬৫ বার পড়া হয়েছে

কবিতা- প্রতীক্ষা
কবি- মহামায়া রুদ্র।

কোন এক শীতের সকাল ,
তুমি আমি পাশাপাশি হেঁটে চলেছি শিশির ভেজা লাজুক দুর্বা ঘাসের উপর দিয়ে ।
দুদিকে বিস্তীর্ণ চাষের ক্ষেত,
মাঝখানে সরু আল সাপের মত এঁকে বেঁকে চলে গেছে সীমাহীন অজানায়।
রাস্তার আনাচে কানাচে ফুটে আছে অখ্যাত কিছু ঘাসফুল, যা সুন্দর হলেও বাজারে মূল্যহীন।
সমাজে এমন কত সুন্দর জিনিস আছে যা বিনামূল্যে বিকোয়।
মাঝে মাঝে রাস্তার দুপাশে খেজুর গাছে পাতা রসের হাঁড়ি ।
শীতে কাঁপতে কাঁপতে এক গ্লাস করে খেজুরের রস খেতে খেতে শীতের আমেজ উপভোগ করছি।
শিশিরের প্রতিটি ফোঁটায় মনে
আলোড়ন সৃষ্টি করছে, ছুঁয়ে যাচ্ছে পায়ের পাতা।
অপলক দৃষ্টিতে কেটে গেছে অনেকটা সময়, ভালোলাগার গভীর অনুভূতি উপলব্ধি করছি শুধুই আমরা দুজন।
কতশত কল্পনার জাল বুনে রঙিন স্বপ্নের আবেশে ভরে গেছে মন।
মন শুনতে চায় শুধু তুমি বলো একবার, ভালোবাসো তুমি আমায়।
হাঁসি মুখটা হঠাৎ কুয়াশার অন্ধকারে হারিয়ে গেল।
তোমাকে হারানোর ভয়ে চমকে উঠলাম।
এতক্ষণ তাহলে স্বপ্ন দেখছিলাম?
একাকীত্বকে গ্ৰাস করে জীবনটা এখন ভাটার টানে মরাগাঙে তীরে ফেরার দিকে।
তবু প্রেম বা ভালবাসার প্রতীক্ষা বোধহয় সারাজীবন রয়ে যায়!

শেয়ার করুন

আরো পড়ুন
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট