1. info@dainiknetrojolsahitthomagazine.com : দৈনিক নেত্রজল সাহিত্য ম্যাগাজিন : দৈনিক নেত্রজল সাহিত্য ম্যাগাজিন
  2. info@www.dainiknetrojolsahitthomagazine.com : দৈনিক নেত্রজল সাহিত্য ম্যাগাজিন :
শুক্রবার, ১৮ এপ্রিল ২০২৫, ১২:৫৪ অপরাহ্ন

কবিতা–বিধির বাঁধন, কলমে– বিকাশ সাহা, -০৬-১১-২৪-

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৭ নভেম্বর, ২০২৪
  • ৭২ বার পড়া হয়েছে

কবিতা–বিধির বাঁধন,
কলমে– বিকাশ সাহা,
-০৬-১১-২৪-
বিধির বাঁধন- সে তো কঠিন খেলা, জীবনের প্রতিটি ধাপে যেন অদৃশ্য এক জ্বালা।
মনের ইচ্ছে গুলো পাখা মেলতে চায় একটু স্বপ্নের ডানা, তবু পথ রেখার বিধাতার আছে কিছু বাঁধন।
সবাই চায় উড়তে, ছুঁতে চায় ওই নীল আকাশটাকে, তবু ও আছে বিধির নিয়মের বাঁধন, পায়ে শিকল বেঁধে রাখে আমাদের সেই বিধাতা।
আলো- আঁধারের আর রাত ও দিনের মাঝে জ্বলে ওঠে কিছু আশা, সেখানে আছে আমাদের সেই বিধাতা, তবু বিধাতা পথরেখা করে যেন সবকিছু ইশারা।
বিধাতার কাছে চাইলে কি সব পাওয়া যায়? নিজের কঠোর পরিশ্রমের মধ্যেই তা পাওয়া যায়।
নাকি লড়াই করেও ফসকে যায় সময়ের ছায়া? মনের দ্বন্দ, বিধির বাঁধন, বুঝি না কেন এ আমার নিজের জীবন এতটাই অচেনা!
তবু এ পথ চলি, লড়াই করি প্রতিদিন, বিধির বাঁধা পেরিয়ে খুঁজি এক নতুন পথ।
মনের মধ্যে জাগে কিছু বিপ্লবের বার্তা, বিধির বাঁধনকে ভেঙে গড়তে চাই এক নতুন সুখের সংহিতা, অন্ধকার যতই গাঢ় হোক না কেন, আলো ঠিকই খুঁজে নেবে নিজের পথে হেঁটে, বিধির বাঁধন হোক যতই কঠিন, আশা রইল- একদিন হবে সব বিধির বাঁধা হবে ক্ষীণ- নতুন পথের খোঁজে আমরা সবাই একদিন এ বিধির বিধান অতিক্রম করে আলোয় উজ্জ্বল হয়ে উঠবে সবাই, আসবে এক নতুন সকাল, এখানে থাকবে না আর বিধির বাঁধন।। নতুন হবে দিন, নতুন হবে আলো-বিধির বাঁধন থাকুক যতো- আমাদের মনোবল থাকবে অবিরত।।ধন্যবাদ🙏💕
বিকাশ সাহা,,

শেয়ার করুন

আরো পড়ুন
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট