শোন মায়াবী প্রেয়সী,
আমাকে ভুলে যাওয়া এতই সহজ কি?
শত চেষ্টা করবে ভুলে যেতে আমায় তুমি,
সেই স্পর্শ আমার কভু পারবে কি ভুলতে তুমি?
হাত ছুঁয়েছিলে যবে প্রথম আমার তুমি,
সেই অদৃশ্য স্বর্গীয় আনন্দ পারবে ভুলতে কি?
ঘনকালো কেশে যেদিন গুঁজে দিয়েছিলাম প্রথম ফুলটি,
আমায় তুমি ‘ভুলে’ যাবে কিভাবে ভাবো এই ভুলটি?
তুমি কতকটা দুঃসাহসী!
রোজ বিকেলের সেই চোখে চোখ রাখার মুহূর্ত গুলো ভুলতে পারবে কি?
তুমি না হয় আমার দ্বিতীয় প্রেমিকা ছিলে, আমি তোমার ছিলাম প্রথম অনুভূতি,
মেয়েরা নাকি প্রথম ছোঁয়া ভুলতে পারে না, তুমি পারবে কি?