কবিতা: মধ্যবিত্ত
কলমে: নুর ইসলাম তানজিল
স্বপ্ন বুনে করবো কি আর মুইতো মধ্যবিত্ত,
মোর স্বপ্নদেয়াল পড়ছে ঝরে,একটু একটু নিত্য!
বহুদিনের স্বপ্ন ছিলো বড় হয়ে অনেক বড় হবো,
বাড়ছে বয়স তবুও যেন হচ্ছিনাতো বড়!
ঊষা উদয়ে স্বপ্ন বুনি দেখবো চাঁদের দেশ,
সুর্য হলে অস্তমিত স্বপ্ন আমার শেষ।
ভালো কিছু করতে কারো পাইনা সহযোগিতা,
দিনের শেষে দেখি আমার স্বপ্ন দেখাই বৃথা!
শখের বয়সেই জীবনের তাগিদে
কর্মজীবনে পা বাড়িয়েছি,
স্বপ্ন ছিল খোলা আকাশে
শঙ্খচিলের ডানায় বসে মুক্ত হাওয়াই উড়ে বেড়াবো।
আমার সেই শঙ্খচিলের ডানা ভেঙেছে,
এক নিমিষে ইচ্ছে গুলো মাটিতে পুঁতে দিয়েছি!
রোজ সু্র্যের মতো হাঁসবো বলে বুকে আশা বাঁধি,
বর্ণহীন শব্দের মতো আমার অনুভূতি,
ইচ্ছে গুলো বাষ্পাকারে ভেসে যায়
ঘন-কালো মেঘের মতো
ফের আমি খুজি তারে নিরুদ্দেশী কাঙাল বেসে।
আমি এক-এক করে রঙ্গন তুলি মালা গাঁথবো তাই,
আহ্ আমারতো সেই সুঁতা নাই,
রঙ্গন তোলানো শেষে মালা গাঁথবো কিসে,
স্বপ্ন ভাঙা শোকে নিরবে কেঁদে যায়।
আমি ভরসা রাখি প্রভুর প্রতি,
আশা রাখি সফলতার,
উদয় হবে রঙিন কিরণ,ঝরে যাবে সব কুয়াশা,
শঙ্কা রবেনা ব্যর্থতার।