কবিতা-মিষ্টি ফুল
কলমে-পুণম বিশ্বাস
ফুটিল একটি মিষ্টি ফুল ,
মৌমাছি তার কাছে করে গুনগুন।
পাখি গুলো কুহু স্বরে
করে মধুর গান।
ফুলটি গান শুনে
জুড়ায় তার প্রাণ।
ফুলটি নিজে বেশ
হাসি খুশি আছে।
হঠাৎ করে কাল যে,
এলো তার কাছে।
মানুষ রুপী দৈত্য এক
কাল তার নাম।
পৃথিবী থেকে মুছে দিলো,
সেই মিষ্টি ফুলটির নাম।
ফুলটি আজও তাই
আছে আমাদের মনে,
দুঃখ সবারই আছে,
দুঃখের এই জীবনের।