কবিতা – রাজা
কলমে 🖊 স্বপন গায়েন
তারিখ – ০৬/১১/২০২৪
দেশে এখন প্রজা নেই
সব্বাই রাজা –
কেউ কারুর কথা শোনে না
সব্বাই মাতব্বর!
সবাই রাজা হলে সমূহ বিপদ
রসাতলে যাবে দেশ –
দেশে প্রজারও দরকার
নইলে দেশ চলবে না।
খুন ধর্ষণ বাড়বে
আগুন জ্বলবে সারা দেশে
রাজায় রাজায় যুদ্ধ হবে
সব প্রজারাই তো এখন রাজা!
দেশে একটা রাজা দরকার
শাসন করবে দেশ, সুশাসন –
দেশের মানুষ অভুক্ত থাকবে না
সব্বাই শান্তিতে ঘুমাবে।