কবিতা
শিরোনামঃ পৃথিবী সুন্দর
কলমেঃ সেলিম আলতাফ
তারিখঃ ০৪-০২-২০২৫
এখনো বসন্ত এসে পারেনি-
অথচ শেষ বিকেলের লালচে সময়ে,
আগেভাগে কোকিল কুহুতান শুনলাম-
দেখলাম গাছের ডালে এবারের বসন্ত দূত।
আজকাল সব ওলট পালট-
সময় আগে চলে আসছে নতুন ঋতু,
এইতো শীত কোলে এসে বসলো বসন্ত-
অনুভব জুড়ে গ্রীষ্মের চোখ রাঙানো বার্তা।
এখন ক্যানভাস নতুন রঙচঙে-
নিয়মমত আর আসেনা চেনা প্রকৃতি,
ঋতুতে লেগেছে ইচ্ছে পাখি আনাগোনা-
অযাচিত মাতামাতি অসময় আহলাদ বেলা।
উপভোগ করিডোরে আদ্র ছায়া-
অকাল প্রবেশ দেখায় অতৃপ্তি বাতিঘর,
তাই শীতে পাই অঝোর বর্ষার শব্দসম্ভার-
আবার তড়িঘড়ি হাত নাড়ায় বসন্ত আবাহন।
অবশেষ ফলাফলে অনিচ্ছা জয়-
নতুন আলোয় নিজেকে ভাসিয়ে দিয়ে,
এসব নিয়েই থাকতে হচ্ছে সরলরেখায়-
কারণ সবটা ছাপিয়ে ভাবনাতে পৃথিবী সুন্দর।