সম্পদের ভাগীদার
— কাজী নাছিমা ‘সাথী
০৫/১১/২০২৪ ইং
হঠাৎ করে শুনবে একদিন
আমার মৃত্যুর খবর
একে একে আসবে সবাই
দিতে শুধুই – কবর ।।
কেউবা ফেলবে দীর্ঘ নিঃশ্বাস
কেউবা – অশ্রু জল
দেনা- পাওনার হিসেব নিয়ে
কেউবা করবে ছল ।।
কাঁপন- দাফন শেষে যখন
সবাই ফিরবে ঘরে
আপন জনেরা বসবে তখন
হিসেবের জের ধরে ।।
বেঁচে থাকতে নেয়নি যারা
আমার খোঁজ-খবর
মৃত্যুর পর তারা- ই আজ
আমার সম্পদের ভাগীদার ।।
সারা জীবন খাটুনি খেটে
মাথার ঘাম পায়ে ফেলে
গড়েছি সম্পদের পাহাড়
“আপনজন” নামধারী স্বার্থপর গণ ই –
এখন – সেই সম্পদের ভাগীদার ।।