1. info@dainiknetrojolsahitthomagazine.com : দৈনিক নেত্রজল সাহিত্য ম্যাগাজিন : দৈনিক নেত্রজল সাহিত্য ম্যাগাজিন
  2. info@www.dainiknetrojolsahitthomagazine.com : দৈনিক নেত্রজল সাহিত্য ম্যাগাজিন :
বৃহস্পতিবার, ১৭ এপ্রিল ২০২৫, ১২:৫১ পূর্বাহ্ন

কবি:রনী খাতুনের দুইটি কবিতা।

  • প্রকাশিত: শুক্রবার, ৪ এপ্রিল, ২০২৫
  • ১২ বার পড়া হয়েছে

শিরোনামঃ সাবধান
কবি:রনী খাতুন
তারিখঃ ২৭/০৩/২০২৫

মানুষের ভীড়ে দ্যাখো
অপরাধী যত,
চুরি চাঁদা ছিনতাই
করে অবিরত।

ফিটফাট পোশাকে
চেহারায় বেশ,
শিষ্টের পিছু নিয়ে
করে দেয় শেষ।

কারও নেয় মানিব্যাগ
টাকা কড়ি সব,
ভেসে আসে শুধু হায়
কান্নার রব।

কারও কারও সোনা দানা
কাগজের চাড়,
কাউকে বা ফেলে রাখে
দিয়ে ঢের মার।

উৎসব এলে যেন
পড়ে যায় ধুম,
অন্যায় করে ওরা
হয়ে যায় গুম।

সাবধানে থেকো তাই
বাবা, বোন,ভাই
এর চেয়ে বড়ো কিছু
এখন যে নাই।


শিরোনামঃ চিত্ত সুখ
কলমেঃ রনী খাতুন
তারিখঃ ৩১/০৩/২০২৫

আকাশ জুড়ে তারার মেলা
ঐ তো ঈদের চাঁদ,
সব ভেদাভেদ ভুলে গিয়ে
বাড়াও মনের সাধ।

নতুন জামা নাই-বা থাকুক
তোমার ভাঙা ঘর,
পুলক হৃদে ভেসে বেড়াও
সেই-তো প্রভুর বর।

আর্তিগুলোর জানাও বিদায়
রেখে হাতে হাত,
অরুণ প্রাতের কুসুম হয়ে
কাটাও দিবস রাত।

ফিরনী পায়েস কোর্মা পোলাও
থালা ভরা যার,
হয়তো রূচি হয় না কভু
ওসব কিছু তার।

মরিচ মাখা এক মুঠো ভাত
যদি তুমি পাও,
তৃপ্তি নিয়ে হাসি মুখে
ওটাই খেয়ে নাও।

মনে রেখো রাজপ্রাসাদেও
আছে অনেক দুখ,
চিত্ত সুখে ভাসো তুমি
সেই তো বড়ো সুখ।

 

শেয়ার করুন

আরো পড়ুন
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট