একুশে ফেব্রুয়ারী......
আমার ভাইয়ের রক্তে রাঙানো দিন
ভাষার জন্য যারা দিয়েছিলো প্রাণ
আজকে আবার জানাই হৃদয় থেকে
সেই ভাইদের শত কোটি সম্মান
বাংলাদেশ এর মাটিতে ফসল সোনা
সোনার বাংলা ভাষাই অলংকার
সেই ভাষাতেই গর্বের সাথে বলি
বাংলা ভাষাই আমার অহংকার
আজকের দিনে ইতিহাস আঁকে ছবি
আমার ভাইয়ের রক্তে ভিজিয়ে তুলি
পৃথিবীর মানচিত্রে বাংলাদেশ
বাংলা ভাষায় লেখা আছে নামগুলি
বাংলা আমার প্রাণের চেয়েও প্রিয়
এই ভাষাতেই লিখি বাংলার গান
বাংলা আমার শরীরে উন্মাদনা
আবরণে আজ বাংলার পরিধান
যে ভাষাতে প্রথম ডেকেছি মা কে
সেই ভাষা কি কখনো ভুলতে পারি?
আমার কলমে থেকে যাবে এই ভাষা
থাকবে হৃদয়ে একুশে ফেব্রুয়ারী.....
অগ্নিশিখা ঝুমঝুম.....
আমার ভাষা ....
যে ভাষা তে সকাল শুরু
হৃদয়ে বাজে তান
সেই ভাষা তে কবিগুরু
লিখে গেছেন গান....
যে ভাষা তে কাটছে মনে
ভালোবাসার দাগ
সেই ভাষাতেই অভিমান,
সেই ভাষাতেই রাগ....
যে ভাষা তে মন্ত্র বলে
ঠাকুর কে দেই মালা
সেই ভাষা তেই চিৎকার করে
ঘুচাই মনের জ্বালা....
যে ভাষা তে বন্ধ চোখেও
শুনছি গানের কলি
সেই ভাষাতেই কবিতাতে
মনের কথা বলি....
যে ভাষাতে কথা বলে
সুখ আসে এই মনে
সেই ভাষাতেই ব্যথায় আসে
অশ্রু চোখের কোনে....
যে ভাষা তে আদর করে
শিশু কে নেই তুলে
মৃত্যু হলে সেই ভাষাতেই
বিদায় জানাই ফুলে....
যে ভাষা তে স্বপ্ন দেখি
পুরাই মনের আশা
সেই তো আমার মাতৃভাষা
আমার বাংলা ভাষা
আমার প্রিয় বাংলাভাষা.....
অগ্নিশিখা ঝুমঝুম
-----_----------_-
ঈদের চাঁদ....
দৃঢ় মনে আজ আমরা চলো
আগামীর পথে এগিয়ে চলি...
হিংসা ভুলে হাতে হাত রাখি
ভালোবাসার ই কথা বলি....
কান পেতে শোনো বাতাসের সাথে
বার্তা ভেসে আসে....
ওই দেখা যায় ঈদের চাঁদ
আজ দূরের আকাশে.....
কঠিন পথে দিয়েছি পাড়ি
অজানা কে সাথে নিয়ে...
এগিয়ে চলবো সাহসের সাথে
সমূখের পথ দিয়ে....
ধর্ম, জাতি তুচ্ছ করে
থাকবো আমরা পাশে....
ওই দেখা যায় ঈদের চাঁদ
আজ দূরের আকাশে....
সময় চলেছে তার গতিপথে
আমরা চলবো সাথে....
দৃঢ় হাত আজ শক্ত করেছি
রাখবো তোমার হাতে....
পৃথিবী দেখবে মানুষেরা আজ ও
মানুষকে ভালোবাসে....
ওই দেখা যায় ঈদের চাঁদ
আজ দূরের আকাশে.....
এই দুর্দিনে চলো মোরা আজ
গাই জীবনের গান....
ভালোবাসা নিয়ে থাকি একসাথে
যতদিন আছে প্রাণ....
জীবন টা আজ পালকের মতো
বাতাসে তে যেন ভাসে.....
ওই দেখা যায় ঈদের চাঁদ
আজ দূরের আকাশে....
অগ্নিশিখা (ঝুমঝুম ব্যানার্জী )
--------------------------------