1. info@dainiknetrojolsahitthomagazine.com : দৈনিক নেত্রজল সাহিত্য ম্যাগাজিন : দৈনিক নেত্রজল সাহিত্য ম্যাগাজিন
  2. info@www.dainiknetrojolsahitthomagazine.com : দৈনিক নেত্রজল সাহিত্য ম্যাগাজিন :
রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ১২:৩২ পূর্বাহ্ন

কবি মোঃ সেলিম হোসেনের দুইটি কবিতা।

  • প্রকাশিত: সোমবার, ৩০ ডিসেম্বর, ২০২৪
  • ৫৩ বার পড়া হয়েছে

 

ভালোবাসা
মোঃ সেলিম হোসেন
২৪ ডিসেম্বর, ২০২৪ খ্রিঃ।

তোমার হৃদয়ে যতো ভালোবাসা
আমার হৃদয়ে এসে,
মিশে আছি আমি তোমার প্রাণে তে
ইশারায় বলে হেসে।

সেই হাসি দেখে হৃদয় আমার
তোমাতেই হলো লীন,
ফুটলো কুসুম মনের বাগানে
বাজলো সুখের বীণ।

বলছে হৃদয় জনম জনম
থাকবো তোমার হয়ে,
আপদে বিপদে একসাথে রবো
একদিকে যাবো বয়ে।

গড়বো আবাস এক ভুবণেই
সুখের সাগর তীরে,
স্বর্গের সুখ আনবো দু’জন
আমাদের সেই নীড়ে।

হাতে হাত রেখে মনে মন দিয়ে
পথ দিবো মোরা পারি,
অবশেষে মোরা জগতের মায়া
ছেড়ে ধরা যাবো ছাড়ি।


মায়ের ছোঁয়া
মোঃ সেলিম হোসেন
২৫ ডিসেম্বর, ২০২৪ খ্রিঃ।

মায়ের হাতের ছোঁয়া
যেমন কবুল দোয়া,
মায়ের কোলে বিরাজ করে স্বর্গসম সুখ,
মায়ের মুখের হাসি
অরূপ নাকের বাঁশি,
দেখলে সুখে প্রশান্তিতে ভরে উঠে বুক।

মায়ের পরশ পেলে
সুখ বয় ঢেউ খেলে,
সারাদিনের ক্লান্তি যত বিনাশ হয়ে যায়,
মায়ের মুখের ভাষা
স্বপ্ন দিয়ে ঠাসা,
সেই ভাষাতেই জীবন আমার সামনের দিকে ধায়।

মায়ের আদর পেলে
হৃদয় পেখম মেলে,
আনন্দে মন সাঁতার কাটে নিত্য নিত্য দিন,
মায়ের সেবার তরে
খাটলে জনম ভরে,
তবু্ও তো শেষ হবে নারে মায়ের দুধের ঋণ।

সমাপ্ত

 

শেয়ার করুন

আরো পড়ুন
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট