শিরোনামঃ সুযোগ সন্ধানী
কলমেঃ রনী খাতুন
তারিখঃ ১২/০৪/২০২৫
পিছু বসে লুটে নেয়
সেই নারী নর,
বুকে যার পঁচা কাঁদা
থাকে সদা ভর।
সুযোগের সন্ধানে
ঘুরে দিন রাত,
শিষ্টের বেশ ধরে
পুরে দুই হাত।
নিজেদের কারিকার
খুলে দিয়ে মাপ,
ওজনের পাল্লাতে
জোরে দেয় চাপ।
এইভাবে ভালো সব
করে তারা ভোগ,
সাধুজন তাই দেখে
শুধু কষে যোগ।
আর কতো কাল ওরা
করে যাবে লুট,
বর্গের প্রতিশোধে
ক্ষয়ে যাক কূট।
শিরোনামঃ প্রবোধ
কলমেঃ রনী খাতুন
তারিখঃ ১৩/০৪/২০২৫
এ মনের সব আশা নাই-বা হোক পূর্ণ,
জাগতিক বিলাসিতা যদি হয় চূর্ণ —
তবুও থেকো স্বপ্নে বিভোর।
যদি এক ফালি চাঁদ উঁকি দেয় আকাশে,
কেটে যায় ঘোর।
যদি কষ্টে ভাঙে বুক,
ভেসে যায় সব সুখ—
তবুও মুছে নাও চোখের জল।
যদি কুয়াশার মেঘ কেটে ঘরে এসে বাসা বাঁধে
ধবধবে সাদা পায়রার দল।
যদি হতাশার কালো ছায়া নামে ঘর,
সান্ত্বনার শেষ ভরসাটুকুও হয়ে যায় পর—–
তবুও হাসিমুখে চলো পথ।
যদি বিধাতার বর অঞ্জাতসারে এসে উড়িয়ে নিয়ে যায়
যত অহিতকর বিনাশী মথ।