জাতীয় কবিতা মঞ্চ এবং ইরান কালচারাল সেন্টার কর্তৃক আয়োজিত পোয়েট্রি ফর ফিলিস্তিন অ্যাওয়ার্ড ২০২৪ পেলেন ডাক বাংলা সাহিত্য একাডেমি'র সম্মানিত প্রতিষ্ঠাতা ও সভাপতি এস এম দেলোয়ার জাহান :
জাতীয় কবিতা মঞ্চ এবং ইরান কালচারাল সেন্টার কর্তৃক আয়োজিত পোয়েট্রি ফর ফিলিস্তিন কনফারেন্স ২০২৪ অনুষ্ঠান অদ্য ২৬ অক্টোবর ২০২৪ খ্রি. রোজ শনিবার বিকাল ২ ঘটিকায় ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউট, রমনা, ঢাকায় অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে "রক্তাক্ত ফিলিস্তিন" কবিতা প্রতিযোগিতায় বিজয়ী হওয়ায় আমাকে পোয়েট্রি ফর ফিলিস্তিন অ্যাওয়ার্ড ২০২৪ প্রদান করেন। উক্ত অনুষ্ঠানে এসময় উপস্থিত ছিলেন, প্রথম পর্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেজর জেনারেল সিদ্দিকুর রহমান, চেয়ারম্যান, রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক), বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আবুল কাসেম হায়দার, বিশিষ্ট লেখক ও শিল্পপতি, দ্বিতীয় পর্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ড. আ ফ ম খালিদ হোসেন, মাননীয় ধর্ম উপদেষ্টা, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার, সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন সাইয়্যেদ রেজা মীর মোহাম্মদী, কালচারাল কাউন্সিলর, ইসলামী প্রজাতন্ত্র ইরান দূতাবাস, ঢাকা, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রফেসর ড. কাওসার মুস্তাফা আবুলউলায়ী, চেয়ারম্যান, দর্শন বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মজিবুর রহমান মঞ্জু, বিশিষ্ট রাজনীতিবিদ ও মিডিয়া ব্যক্তিত্ব, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেজর জেনারেল এহতেশামুল হক, স্বাগত বক্তা হিসেবে উপস্থিত ছিলেন মাহমুদুল হাসান নিজামী, বিশিষ্ট কবি, গবেষক, সংগঠক, বহু ভাষাবিদ, বহুগ্রন্থ প্রণেতা, মিডিয়া ব্যক্তিত্ব, সম্পাদক, দৈনিক দেশজগত। এছাড়াও দেশ-বিদেশের পাঁচ শতাধিক কবি-সাহিত্যিকগণের আগমনে মিলন মেলায় পরিণত হয় পুরো ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তন। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি, বিশেষ অতিথি, সভাপতি সহ সাংবাদিক এবং দেশ-বিদেশ থেকে আগত কবি, লেখক, সাহিত্যিকগণেরা কবিতা আবৃত্তি ও বক্তব্য পরিবেশন করেন। সর্বশেষে আমন্ত্রিত কবি, লেখক, সংগঠক, সাহিত্যিক ও সাহিত্যানুরাগীদেরকে পোয়েট্রি ফর ফিলিস্তিন অ্যাওয়ার্ড ২০২৪ প্রদান করা হয়। পরিশেষে অনুষ্ঠানের সভাপতি সমাপনী বক্তব্যের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।