দৈনিক কবিতা
কবিতার নামঃ শীতের আভাস
কবির নামঃ মামুন মাহমুদ
তারিখঃ ০৯/১১/২০২৪
হেমন্ত কালে শীতের আভাস-
বিকাল হলে আসে,
রোদের আলো সেই বেলাতে-
মিষ্টি মিঠেল হাসে।
আকাশ বুকে আলোক দ্যুতি-
আবীর দিয়ে মাখা,
ঝিরঝিরে বয় হিমেল বাতাস-
যেন হাতের পাখা।
বিকাল থেকেই তুষার কণার-
বিন্দু গুলো ভেসে,
হালকা শীতের আভাস দিয়ে-
সন্ধ্যা ক্ষণে মেশে।
সেই বিকালের শিশির গুলো-
এসে সাঁঝের গায়,
রোদ হারিয়ে শিশির ভেজায়-
হিম শীতলে নায়।
শিশির ভিজেই সন্ধ্যা বেলায়-
ঠাণ্ডা বাতাস বায়,
হাওয়ার ভিতর শীত অনুভব-
জীব তনুতে পায়।
বিরামহীন এই শিশির ঝরায়-
রাতে খানিক শীত,
শীত নিবারক বিশেষ কাপড়-
রয় সকলের মিত।
ভোর বেলাতে শীত আবেশে-
দেহে আরাম এসে,
কখনো কখনো এই আরামে-
কর্মটি যায় ভেসে।
(সংক্ষেপিত)
রচনা-মামুন মাহমুদ