কবিতা -সুন্দর একটি স্বপ্ন
কবি-- আব্দুল অদুদ চৌধুরী
১৯/০১/২০২৫----------
সুন্দর একটি স্বপ্ন ছিল
আমার মনের মাঝে,
হারিয়ে গেল সেই স্বপ্ন'টা
পাইনা কোথাও খুঁজে।।
স্বপ্ন প্রিয় মনটা আমার
ডুবল হতাশায়,
কাঁচের মত ভাঙল মন
তোমার ছলনায়।
তোমাকে ঘিরে সেই স্বপ্নটা
সত্যি হল না,
আকাশ ভেঙে পড়ল মাথায়
কিছু বুঝতে পারলাম না।
আপন মানুষ পর হয়ে যায়
স্বার্থ যেদিন ফুরায়,
আজকাল মানুষের মনটা
চেনা বড় দায়।
স্বপ্ন দেখার আগে যদি
ভেবে নিতাম একবার,
কাঁচের মত স্বপ্ন ভেঙে
হতো না চুরমার।