1. info@dainiknetrojolsahitthomagazine.com : দৈনিক নেত্রজল সাহিত্য ম্যাগাজিন : দৈনিক নেত্রজল সাহিত্য ম্যাগাজিন
  2. info@www.dainiknetrojolsahitthomagazine.com : দৈনিক নেত্রজল সাহিত্য ম্যাগাজিন :
শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ০৭:৩৮ অপরাহ্ন

ধরা ধামের বুকে মো. নজরুল ইসলাম

  • প্রকাশিত: রবিবার, ২ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৪২ বার পড়া হয়েছে

ধরা ধামের বুকে
মো. নজরুল ইসলাম

সুখের জীবন গড়তে মানুষ
হাজার কষ্টে ভোগে,
যন্ত্রণাময় জীবন খানায়
ধরে নানান রোগে।

শূন্য থেকেই শুরু মোদের
জীবন গঠন করা,
দুঃখ সুখের অনেক স্মৃতি
সারা জীবন ভরা।

জীবন যুদ্ধের দাপট দেখায়
নাটক দেখার জন্যে,
সত্যের আলো মিথ্যা হারায়
প্রচার করার হন্যে।

ধরা ধামের সাগর পাড়ে
জীবন তরী চলে,
নাট্য মঞ্চের অভিনয় বেশ
আপন কথা বলে।

সকল মানুষ ভবের মাঝে
শূন্য হাতে আসে,
স্রষ্টার রহমত নিয়ামতে
মন খুশিতে হাসে।

মিথ্যা গীবত চোগলখোরি
করছো কতো ভবে,
জোর জুলুম আর অত্যাচারীর
ভীষণ আজাব হবে।

হাসি খুশির জীবন যাপন
মত্ত ধরার বুকে,
বিপদ আপদ কালে আবার
স্রষ্টার নামটি মুখে।

দুঃখ কষ্টের বিনাশ হওয়ায়
মনে শান্তির আকাশ,
ছল চাতুরী ভুলের মাশুল
বইবে ঝড়ো বাতাস।

সঙ্গের সাথী ঈমান আমল
যাহা করবে অর্জন,
মন্দ ভাবনায় খারাপ অভ্যাস
এখন থেকে বর্জন।

খালি হাতেই আসা যাওয়া
এই জগতের খেলা,
জগৎ জুড়ে বিরাজ করছে
পুণ্য পাপের মেলা।

পাপ ও পূন্যের এই দুনিয়ায়
কাজে কর্মে ভালো,
পর পারের আঁধার ঘরে
কর্ম হবে আলো।

শূন্য হাতে আসছি ধরায়
যাবো শূন্য হাতে,
পাহাড় সমান অর্থ বিত্ত
কেউ যাবে না সাথে।

শেয়ার করুন

আরো পড়ুন
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট