নির্দয় নিষ্ঠুর মন
কবি -কারিমা খাঁন দুলারী
আমরা পৃথিবীতে সৃষ্টির সেরা জীব, আমরাই মুসলিম জাতির সেরা। কিন্তু বাংলাদেশের ইতিহাস শুনে মনে হয় একটা কল্প কাহিনী। এই বাংলার বুকে স্বপ্ন আশা আকাঙ্ক্ষা যেন মুকুলেই ঝরে যায়। অবিরাম অবিরত দুঃখ দুর্দশায় হৃদয় মাঝে বাজে করুন বেদনার ছেঁড়া তারে পিয়ানো সুর। আমি বুঝিনা কেন মানুষ হয় নির্দয় নিষ্ঠুর। এই অপূর্ব পৃথিবীতে সবাই বুক বেঁধে বেঁচে থাকে একটু সুখের আশায়। তবে কেন আমরা মুক্ত পাখির মত ডানা মেলে উঠতে পারি না? লোভ লালসায় আমরা হারিয়ে ফেলি জ্ঞান ও বুদ্ধি। তখন আর বিবেক কাজ করে না। কোথায় হারিয়ে গেল ফেলে আসা সেই দিনগুলি? আনন্দ উল্লাসে এখন আর মন মাতোয়ারা হয় না। মনে হয় সব মানুষ দিশাহারা পথের পথিক। কিন্তু আমরা ইচ্ছা করলে সুন্দর জীবন গড়তে পারি। তবে মনে হয় আমরা একটা রঙিন ঘুড়ি উড়ে ঠিক পৃথিবীর বুকে বেড়ায়। কিন্তু নাটাইটা অন্যের হাতে। কেন আমরা ভুলে যাই এ পৃথিবী ছেড়ে একদিন সবাই চলে যেতে হবে। আবার আমরা জীবিত হব, আমাদের হিসাব-নিকাশ হবে, আমরা ভুলে গেছি আমাদের দুই কাঁধে দুইজন প্রহরী অবিরাম ডায়েরি লিখে যাচ্ছে। জীবনের যা কিছু হয় যাররা পরিমাণ ক্ষমা নেই, সমস্ত কর্মকাণ্ড সব ডায়েরীতে লেখা হচ্ছে, হোক না তোমার কম বয়স। ঘন্টা যে কখন বাজবে কেউ জানে না। মৃত্যু কখনো বয়স দেখে আসেনা, এটা কিন্তু অদৃশ্য খবর কখন আজরাইল এসে দ্বারে দাঁড়ায় কেউ বলতে পারে না। আমরা সবাই নিজের দোষে দোষী হয়ে আল্লাহকে দোষ দেই। আমরা যদি সৎ পথে থাকি সৎ জীবন গড়ি, সে জীবনটা অনেক সুন্দর হয়। এটা আমরা কখনো ভাবি না মরীচিকার পিছে ছুটে আমরা সবাই হতাশ, অবিচার নির্যাতন অত্যাচার অন্যায় করে কি কখনো কেউ বাঁচতে পেরেছে? মনে রেখো আল্লাহর মাইর দুনিয়ার বাইর। আল্লাহ ছাড় দেয় কিন্তু ছেড়ে দেন না। আমরা সবাই যদি সৎপথে থেকে ভালো কাজের উৎসাহ করি সেটাও দেশের জন্য উত্তম। আমরা তো মানুষ হয়ে মানুষের বিরুদ্ধে চলি কারো ভালো কেউ পছন্দ করেনা, সবসময় তিরস্কার স্বরূপ মানুষের সঙ্গে কথা বলি। নিজেকে খুব বড় মনে করি, অন্যকে ছোট মনে করি। যেন সব উম্মাদ মনের মানুষ। আমরা চাইনা সংগ্রাম চাইনা যুদ্ধ। আমরা সবাই মিলে সুন্দর জীবন গড়তে চাই, মনের মাধুরী দিয়ে সবাইকে ভালোবাসতে চাই। বিদ্বেষ ও শত্রুতা করে কেউ কখনো অমর হয়ে বেঁচে থাকতে পারে না। সে হোক না যত বড়ই ক্ষমতাশীল মানুষ। এই পৃথিবীর সব জিনিসের শেষ আছে। এই ক্ষনিকের পৃথিবীতে এসে কত মানুষ জীবন নিয়ে ইতিহাস গড়ছে বিনিময় নিঃস্ব হয়ে অস্তিত্ব হারিয়ে দুর্দশায় হাবুডুবু খাচ্ছে। মনে রেখো আল্লাহ এই পৃথিবীতে পাঠাইছে আমাদের শুধু পরীক্ষা নেওয়ার জন্য। ফলাফল ভালো হলে তুমি পার পাবে। আর যদি ফলাফল খারাপ নিয়ে যাও তবে নাস্তিকের মতো তোমার জীবনটাও হয়ে যাবে। এই সমাজটা আজ দুর্যোগে পরিনিত হয়েছে। সিন্ডিকেট ছাড়া আর কিছু আশা করা যায় না। মনে হয় বাংলাদেশের মানুষের জীবনের কোন গ্যারান্টি নেই। জীবনটা যেন নির্মম পরিহাস আর পরিণতির মধ্য দিয়ে কাটে। যে দেশের বিচারপতির কাছে বিচার চাওয়া যায় না, সে দেশে ভালো কিছু আশাও করা যায় না, সব যেন অবিশ্বাস্য। রাষ্ট্রীয় শাসক যদি হয় অমানবিক, যার কোন বিধি-বিধান নেই তাহলে মানবাধিকার প্রতিষ্ঠা করা তার কাছে কি করে সম্ভব? দুঃখের বিষয় অনেকেই সুশিক্ষায় শিক্ষিত হয়েও মূর্খের মতো কাজ করছে। আমি মনে করি সীমিত জ্ঞান নিয়ে কখনো রাষ্ট্র পরিচালনা করা যায় না। আজ রাষ্ট্রীয় অবহেলার কারণে জন্য কত যে জীবন নিষ্পাপ ফুলের মত অকালে ঝরে গেল। এটা কার কাছে বিচার চাইবে তাদের পরিবার? বিচারপতি যদি হয় জুলুমকারী, এরা তো কখনো দেশের শান্তি প্রতিষ্ঠা করতে পারে না। এই বাংলাদেশে তো কত দল আছে বিএনপি, জামাত, শিবির, স্বতন্ত্র ইত্যাদি। কই কেউ তো পারিনি এইভাবে সাহসী মন নিয়ে এগিয়ে আসতে বা রুখে দাঁড়াতে। এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা জীবন বাজি রেখে তাঁদের ত্যাগের বিনিময় সাফল্য ছিনেয়ে এনেছে। আসলে কি যখন মানুষের জীবনে ষোল আনা পূরণ হয়ে যায় তখন পাপ বাপ কেও ছাড়ে না। নিমিষেই তার পতন ঘটে যায়। মনে করতে পারেন এটা বিধির বিধান। মনে করতে হবে ভাগ্যের কি নির্মম পরিহাস। কত সহজে আমরা দেশকে স্বাধীন করে ফিরে এসেছি। সবই ছিল আল্লাহর ইচ্ছা। আল্লাহর ইচ্ছা না থাকলে কিছুই হয় না। আজ আমার মনে হয় সেই আগের মত ভয়ংকর নারী নির্যাতন, অত্যাচার, খুন, যখম এসব থেকে মুক্তি পেয়েছে দেশটা। আজ দেশের মানুষ সবাই মিলে দেশকে স্বাধীন করে মুক্ত হাওয়ায় সুন্দর জীবন যাপন করছে। মনে হয় শান্তির নিশ্বাস নিচ্ছে সবাই। প্রতিটা মুহূর্ত যেন অনাবিল সুখের ছোঁয়া লেগে আছে হৃদয় জুড়ে। আজ বাংলাদেশ জুড়ে পরিষ্কার, পরিচ্ছন্ন, সুরক্ষিত, সুরক্ষায় নিরিবিলি, শান্ত পরিবেশ যেন অন্তহীন ভালোবাসা বিরাজ করছে। কত যে ট্যালেন্ট ডিগ্রিধারী সুশিক্ষায় শিক্ষিত তরুণ তরুণী তাদের জীবন শুরুর আগেই ঝরে গেল। তাদের বেকার জীবনের অজানা যন্ত্রণা হাহাকার হৃদয়ে প্রতিটা মুহূর্তে বিরাজ করতো। বাংলাদেশের ঘটে যাওয়া এই ভয়ংকর পরিস্থিতি আমরা আর দেখতে চাই না। আসুন আমরা সবাই এক হয়ে সোনার বাংলাদেশ গড়ি, সুন্দর জীবন যাপন করি। এটাই আমাদের সবার প্রত্যাশা হোক। আসুন না আমরা সময়ের সুরে সবাই জীবনের কথা বলি।