1. info@dainiknetrojolsahitthomagazine.com : দৈনিক নেত্রজল সাহিত্য ম্যাগাজিন : দৈনিক নেত্রজল সাহিত্য ম্যাগাজিন
  2. info@www.dainiknetrojolsahitthomagazine.com : দৈনিক নেত্রজল সাহিত্য ম্যাগাজিন :
শুক্রবার, ১৮ এপ্রিল ২০২৫, ১১:১৬ পূর্বাহ্ন

নীতিভ্রষ্ট মানুষ সালমা রহমান

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৭ নভেম্বর, ২০২৪
  • ৬৯ বার পড়া হয়েছে

নীতিভ্রষ্ট মানুষ
সালমা রহমান

নীতিভ্রষ্ট মানুষগুলো আজ সমাজে গেছে ভরে
ন্যায় নীতির ভালো মানুষ পালিয়ে বেড়ায় ডরে,
ন্যায় নীতি বিসর্জনে চিন্তা কখনো কি করে?
ক্ষুদ্র স্বার্থ হাতিয়ে নিতে নানান বাহানা ধরে।

বিশ্ব জগৎ হাতের মুঠোয় ঘুরে নবাবজাদার মতো
অন্যের ধন হনন করে দুষ্ট বুদ্ধি সত্তা দিয়ে যতো,
অকারণে উঠে লাগে ফন্দি আঁটে দলের সঙ্গে ততো
এদের পিছে রাত দিন ছুটে নোংরা লোক কতো।

যতো বোঝাও কাজ হবে না শিক্ষার বড়ো অভাব
দিনের পরে দিন বেড়েই চলে খেপা শিয়াল স্বভাব,
ছলনাতে ভুলায় সবাইকে ভিতরটা লুটপাট ভাব
জানেনা কি করছে তারা কিসে তাদের অভাব!

হানাহানি রোজই চালায় অহংকারী এক কায়া
দাম্ভিক হোক যতোই ওরা মানবতায় নেই মায়া,
গর্হিত কাজ করছে কতো ভয়ংকর এক হায়া
ভদ্র লোককে ছুরি মারে শোকের নাই রে ছায়া।

কিসের মানুষ উড়ায় ফানুস প্রেম-প্রীতি সব ভুলে
মায়া হীন স্বভাব সর্বদা অসৎ ইশারায় হাত তুলে,
অপ্রীতিকর যতো কাজ করে ভবে ভ্রান্ত পথে চলে
হাজার দোষে দোষী হয়েও অন্যের ত্রুটি ধরে তুলে।

নীতিভ্রষ্ট মানুষ কথা কাজে কি অন্যের সাথে পটে?
ন্যায় নীতি শুনলে ওদের গা ভীষণ রকম চটে,
দূর্ণীতি আর ধান্দাবাজি করে পরের হক খায় লুটে
লোভের মোহে জিম্মি হয়ে কতোকাল খাবি বল জুটে?

দূর্ণীতিতে গড়ছো পাহাড় হয় না কোনো মানে
চিরদিনের দাপট চূর্ণবিচুর্ণণ হবে মরণ ব্যাধির টানে,
বিলাসবহুল দেহ অসার হবে রাখবেনা কেহ মনে
সাদা কাফনে বিদায় দিবে ভুলবে আপনজনে।

শেয়ার করুন

আরো পড়ুন
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট