1. info@dainiknetrojolsahitthomagazine.com : দৈনিক নেত্রজল সাহিত্য ম্যাগাজিন : দৈনিক নেত্রজল সাহিত্য ম্যাগাজিন
  2. info@www.dainiknetrojolsahitthomagazine.com : দৈনিক নেত্রজল সাহিত্য ম্যাগাজিন :
বুধবার, ১৬ এপ্রিল ২০২৫, ১১:৩৭ পূর্বাহ্ন

বৈশাখী আনন্দ কবি:কারিমা খাঁন দুলারী খুলনা জেলা ফুলতলা

  • প্রকাশিত: সোমবার, ১৪ এপ্রিল, ২০২৫
  • ৬ বার পড়া হয়েছে

বৈশাখী আনন্দ
কবি:কারিমা খাঁন দুলারী
খুলনা জেলা ফুলতলা

সবাই চলো আনন্দ করি
যাই বৈশাখী মেলাতে,
পান্তা ইলিশ খাবো আমি
খুশির হিল্লোলে মেতে।

প্রতি বছর আসবে ফিরে
আমাদের সবার ঘরে ঘরে,
সবার মাতোয়ারা হয় মন
রঙ্গে রঙ্গিন হয় ভুবন।

সবার হৃদয় মন উজার করে
কি যে আনন্দের মেলা,
ঐ রাজ পথে সবার সাথে
উঠবো আমি নাগরদোলা।

খোঁপায় গুঁজে দিয়েছি ফুল
পড়েছি বৈশাখী শাড়ি,
বন্ধু তোমরা পান্তা ইলিশ
খেতে এসো আমার বাড়ি।

নুপুর দিবো দুটি পায়ে
বাজবে ঝুমুর ঝুমুর করে,
হাতে পড়েছি রেশমী চুড়ি
কি শোভা পায় অন্তরে।

কি অপরূপ দেখবি আয়
গানের আসর আমার গায়
মন হবে সবার আত্মহারা
ঐ সুরের মূর্ছনায়।

শেয়ার করুন

আরো পড়ুন
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট