যদি পাথর হতে চাও
কবি -ইমরান খান রাজ
যদি পাথর হতে চাও,
হতে চাও চূড়ান্ত ধৈর্যশালী,
তবে চুপ করে যাও প্রতিটি মূহুর্তে
কারো অপ্রয়োজনীয় কথায় রেগো না।
যদি আকাশ হতে চাও,
হতে চাও যদি অসীম মনের অধিকারী,
তবে ক্ষমা করে দাও তাকেও
যে কথায় কথায় দিয়েছে কষ্ট তোমায়।
যদি সাগর হতে চাও
হতে চাও বিশাল এবং বিস্তৃত
তবে নীতিবান হয়ে লড়ে যাও
কাজ করে যাও মানুষ ও মানবতার পক্ষে।
নামঃ ইমরান খান রাজ
প্রাক্তন শিক্ষার্থী, বি.বি.এস, পদ্মা সরকারি কলেজ, দোহার – ঢাকা।