রংপুরে কারমাইকেল নাট্য সাহিত্য সংসদ ২০২৩-২০২৪ পর্ষদের শেষ সাপ্তাহিক আসর অনুষ্ঠিত -
মোঃ শফিকুল ইসলাম
রংপুর বিভাগীয় ব্যুরো প্রধান:
সোমবার (১৮ নভেম্বর) দুপুরে কারমাইকেল কলেজ ক্যাম্পাসে কানাসাস-এর ২০২৩-২০২৪ পর্ষদের শেষ (৮৫৯ তম) সাপ্তাহিক আসর অনুষ্ঠিত হয়। কারমাইকেল নাট্য- সাহিত্য সংসদ (কানাসাস)- এর সভাপতি জনাব শামিম আলামিনের সভাপতিত্বে আসরে উপস্থিত ছিলেন কারমাইকেল কলেজ শিক্ষক পরিষদের সম্পাদক জনাব প্রফেসর দিলীপ কুমার রায়, ইতিহাস বিভাগের সহকারী অধ্যাপক জনাব অভিলাষময় ঈশোর, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক জনাব আব্দুর রউফ খান ও জনাব হানিফ আলী হিমু প্রমূখ।
আসরে বিভিন্ন প্রতিযোগিতার আয়োজন করা হয়। এতে কানাসাসের সদস্যরা অংশগ্রহণ করেন। জানা যায়, অন্যান্য আসরের চেয়ে আজকের আসরটি ছিলো বেশ জমকালো। প্রতিযোগীরা আসরে নাচ, গান ও একক অভিনয় করেন।
প্রতিযোগিতায় দুইজন সম্মানিত অতিথি বিচারক হিসেবে দায়িত্ব পালন করেন। তারা হলেন জনাব অভিলাষময় ঈশোর ও জনাব আব্দুর রউফ খান।
অনুষ্ঠান শেষে বিজয়ীদের নাম ঘোষণা করা হয়। প্রতিযোগিতাটি তিন ক্যাটাগরিতে বিভক্ত করা হয়। একক অভিনয় , একক নৃত্য ও গান। প্রতিযোগীদের পৃথকভাবে বিজয়ী ঘোষণা করা হয়।
একক অভিনয়ের বিজয়ী হন-
১ম স্থান : ইশরাত জাহান
২য় স্থান : শাওন সরকার
৩য় স্থান : ইয়াকুব আলী রিপন এবং
একক নৃত্যের বিজয়ী-
১ম স্থান: খোকন ইসলাম প্রান্ত
২য় স্থান: মিম আক্তার
৩য় স্থান: শিশির
এবং গানে বিজয়ী হন-
১ম স্থান: সুদীপ্তা সরকার
২য় স্থান: সোহেল রানা
৩য় স্থান: জাবিন মাইশা।
বিজয়ীদের আগামী ৩১তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে সকলের উপস্থিতিতে পুরস্কার প্রদান করা হবে বলে আসরে জানানো হয়। -
তরিকুল ইসলাম, সিনিয়র স্টাফ রিপোর্টার
সোমবার (১৮ নভেম্বর) দুপুরে কারমাইকেল কলেজ ক্যাম্পাসে কানাসাস-এর ২০২৩-২০২৪ পর্ষদের শেষ (৮৫৯ তম) সাপ্তাহিক আসর অনুষ্ঠিত হয়। কারমাইকেল নাট্য- সাহিত্য সংসদ (কানাসাস)- এর সভাপতি জনাব শামিম আলামিনের সভাপতিত্বে আসরে উপস্থিত ছিলেন কারমাইকেল কলেজ শিক্ষক পরিষদের সম্পাদক জনাব প্রফেসর দিলীপ কুমার রায়, ইতিহাস বিভাগের সহকারী অধ্যাপক জনাব অভিলাষময় ঈশোর, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক জনাব আব্দুর রউফ খান ও জনাব হানিফ আলী হিমু প্রমূখ।
আসরে বিভিন্ন প্রতিযোগিতার আয়োজন করা হয়। এতে কানাসাসের সদস্যরা অংশগ্রহণ করেন। জানা যায়, অন্যান্য আসরের চেয়ে আজকের আসরটি ছিলো বেশ জমকালো। প্রতিযোগীরা আসরে নাচ, গান ও একক অভিনয় করেন।
প্রতিযোগিতায় দুইজন সম্মানিত অতিথি বিচারক হিসেবে দায়িত্ব পালন করেন। তারা হলেন জনাব অভিলাষময় ঈশোর ও জনাব আব্দুর রউফ খান।
অনুষ্ঠান শেষে বিজয়ীদের নাম ঘোষণা করা হয়। প্রতিযোগিতাটি তিন ক্যাটাগরিতে বিভক্ত করা হয়। একক অভিনয় , একক নৃত্য ও গান। প্রতিযোগীদের পৃথকভাবে বিজয়ী ঘোষণা করা হয়।
একক অভিনয়ের বিজয়ী হন-
১ম স্থান : ইশরাত জাহান
২য় স্থান : শাওন সরকার
৩য় স্থান : ইয়াকুব আলী রিপন এবং
একক নৃত্যের বিজয়ী-
১ম স্থান: খোকন ইসলাম প্রান্ত
২য় স্থান: মিম আক্তার
৩য় স্থান: শিশির
এবং গানে বিজয়ী হন-
১ম স্থান: সুদীপ্তা সরকার
২য় স্থান: সোহেল রানা
৩য় স্থান: জাবিন মাইশা।
বিজয়ীদের আগামী ৩১তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে সকলের উপস্থিতিতে পুরস্কার প্রদান করা হবে বলে আসরে জানানো হয়।