1. info@dainiknetrojolsahitthomagazine.com : দৈনিক নেত্রজল সাহিত্য ম্যাগাজিন : দৈনিক নেত্রজল সাহিত্য ম্যাগাজিন
  2. info@www.dainiknetrojolsahitthomagazine.com : দৈনিক নেত্রজল সাহিত্য ম্যাগাজিন :
শুক্রবার, ১৮ এপ্রিল ২০২৫, ০২:৩৯ অপরাহ্ন

শিরোনামঃ আলোর বেণু লেখক : অরূপ দাস তারিখ : ৪/১১/২৪

  • প্রকাশিত: বুধবার, ৬ নভেম্বর, ২০২৪
  • ৭৬ বার পড়া হয়েছে

 

শিরোনামঃ আলোর বেণু
লেখক : অরূপ দাস
তারিখ : ৪/১১/২৪

আজ হেমন্তিকায়–
তারায় তারায় আকাশ ভরে আলপনায়।
আলোর দেশে যায় যে ভেসে,–
মনটা আমার কল্পনায়।
আলোর জোয়ার চন্দ্র তারায়,
জোনাকিরা আলোয় হারায়,
জেগে জেগে আলোর ধারায়,–
পাখীরা আজ গান শোনায়।

শেষ শরতের ধারায় ধোয়া-
আকাশে নাই মেঘের ছোঁয়া,
সারা ভুবন আলোয় রোয়া,
নূতন আলোয় জাল বোনা য়।

আলোর বেণু উঠলো বেজে,
ভুবন আলোয় উঠলো সেজে,
আলোর ছবি আঁকলো কে যে!
আকাশের ঐ নীলিমায়।

এসেছে আজ জ্যোতির্ময়,–
আলোয় আলোয় ভরিয়ে আলয়;
দূর করে সব আঁধার কালোয়,
দিকে দিকে দ্বীপ জ্বালায়।

চারি ধারেই আলোর নাচন ,
নাইরে আঁধার নাইরে বাঁধন,
ওরে যার হাতেতে মরণ বাঁচন–
সব ঢেলে দে তার দুটি পায়।

শেয়ার করুন

আরো পড়ুন
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট