.
শিরোনামঃ মাটির সৌধ
কলমেঃ মহাদেব চট্টোপাধ্যায়
তারিখঃ ৫/১১/২৪
স্বরবৃত্ত ৪+৪/৪+২
সবার জীবন কেমনতরো
সত্যি একটা গল্প ,
কেউ জানে না কখন তা শেষ
জলের বুদ্বুদ স্বল্প !
প্রাণটা গেলেই নিথর দেহ
নীরব মুখের ভাষা ,
আর কোনদিন চাহিবে না
শেষ হয়েছে আশা !
গল্প নিয়েই বেঁচে থাকা
অদৃশ্য এই প্রাণে ,
জীবন গাড়ি হঠাৎ থামে
ওপারের ওই টানে !
সীমার মাঝে অসীম আশা
প্রাণের কত খেলা ,
ধরায় এসে হাসি কান্নায়
ফুরিয়ে যায় বেলা !
আশা লয়ে সংসার বাঁধা
অতৃপ্তির বাস ঘরে ,
অণুগল্প অসমাপ্ত
মাটির সৌধ গড়ে !