শিরোনামঃ রূপকার
কলমেঃ রনী খাতুন
তারিখঃ ০৮/০৪/২০২৫
ভাগ্যের লিখনে
নেই কারও হাত,
ধুপ হাসে দিনে তাই
চাঁদ হাসে রাত।
যা কিছুই পাওয়া হোক
পৃথিবীর ঘর,
সবকিছু জেনো ভাই
বিধাতারই বর।
আসমানে বসে সে-ই
ছবি আঁকে সব,
জমিনের জীবকূল
জপে নাম রব।
থেকে থেকে কম্পন
তুলে দুনিয়ায়,
মানুষের তাজা প্রাণ
কেড়ে নিয়ে যায়।
পৃথিবীর খেলাঘর
সৃজনের ফাঁদ,
জোয়ারের মুখে পেতে
তুলে নেয় বাঁধ।
জানে শুধু একাকী-ই
কি যে তাঁর ক্ষোভ,
শয়তান ছেড়ে দিয়ে
ঢেলে দেয় লোভ।
চাইলেই তিনি সবই
হয় ঠিকঠাক,
কেন তবে অপরাধ
করে হাঁক ঢাক।