শিরোনামঃ সবাই লুটেপুটে খায়
কবি:মোঃ মোশারেফ হোসেন মাসুদ
২২/১১/২৪ইং
দেশের কথা কে ভাবে ভাই
সবাই লুটেপুটে খায়?
ক্ষমতাচুত্ব হলেই তো গিয়ে
বিদেশে পাড়ি জমায়।
হাজার কোটির মালিক তাহারা
থাকে বিলাসবহুল বাড়ি,
ঔ দেশের নাগরিক তাহারা
কিনে নামি দামি গাড়ি।
দেশের মানুষ ভিক্ষা করে খায়
তাতে তাদের কি আসে যায়,
তারা’তো মরা লাশের কাপনেও
উন্নয়নের আয় কর বসায়।
হাসপাতাল থেকে শিক্ষা প্রতিষ্ঠান
সবই করছে তারা গ্রাস,
অশিক্ষিত নয় শিক্ষিতদের হাতেই
সোনার বাংলা হইছে শেষ।
জনসেবার নামে ওরা জনগণের
রক্ত চুষে খায়,,দেশছাড়া
হাজত খাটা আসামিও দেখি দুধে
ধোয়া তুলসী পাতা হয়ে যায়।