শিরোনাম:বোকা মানুষ
কবি ইমরান খান রাজ
না দেখা স্বপ্ন গুলো কিভাবে সত্য হবে?
যেখানো ঘুমোই-নি কয়েক বছর ধরে !
অজস্র আঘাত, তীব্র ব্যাথা নিয়ে আজও-
বয়ে চলেছি অজানা ! গন্তব্যহীন শহরে।
পিপীলিকাদের সাথে চলেছি হেঁটে হেঁটে
ওদের পায়ের ছাপগুলো যেনো চেনা পথ !
ওরাতো হয়না দলছুট, হয়না সঙ্গীহীন, স্বার্থপর
ওরা শুধু নিজের ক্ষুধা আর আনন্দকে প্রাধান্য দেয় না,
প্রাধান্য দেয় ওদের ভালোবাসার, পরিবার, প্রিয়জনের।
তবুও মানুষ শিখে না, ওদের দেখে কেনো শিখেনা?
মানুষ না সৃষ্টির সেরা জীব?
তাহলে এত বোকা কেনো মানুষ ?
নামঃ ইমরান খান রাজ
প্রাক্তন শিক্ষার্থী, বি.বি.এস, পদ্মা সরকারি কলেজ, দোহার - ঢাকা।