শিরোনাম★পশুমতি আচরণ
কলমে★মোহাম্মাদ নাঈম কাকন
তারিখ★০৬/১১/২৪/সন
জানি মৃত্যু চিরো অবধারিত
ছিনে নিতে পারে যখন তখন,
কিছুই থাকবেনা করার তার
সব ফুরাবে একেক প্রয়োজন।
আশা আকাঙ্খা স্বপ্ন বিলাস
ইচ্ছার বিড়ম্বনার নিবে ছুটি,
মনের মানুষ ভালোলাগা সব
ক্লান্তিকাল নিরসনে লুটোপুটি।
বিশাল প্রাসাদ,ব্যাংক ব্যালেন্স
সব ছেড়ে যাবো,যাবো প্রিয়জন,
বিষন্ন হবে মন,ক্রোন্দনে নয়ন
এতটা আপন ছিলো যে ভূবন।
মৃত্যুর অপর নাম চিরো প্রস্থান
কোন মায়া কান্না চলেনা তার,
পাষানের মত পশুমতি আচরণ
একটানে আত্মা করে সে বার।