শিরোনাম ঃ হেমন্ত
কবি : শাহিনা আফরোজ
১৭/১১/২০২৪
হেমন্তের ঐ শুভ্র আকাশ
সোনাঝড়া রোদ
বিহান বেলায় ঘাসের ডগায়
মুক্তাদানা বোধ
শরত পরে হেমন্ত গান
শীতের বার্তা নিয়ে
খেজুর গুড়ের সাথে সবার
ভিজে থেকে হিয়ে
সাঝ সকালে নদীর কূলে
কুঁয়াশার চাঁদর
শিশির ভেজা নরম ঘাসের
আহা কি আদর
আয়েশ করে গুড়ের পায়েস
মুড়ি খেজুর রস
লোভ লাগানো পিঠা পুলি
দাদী বলে বস
শিশির ভেজা আঁচলতলে
কি যে মধুর সুখ
নবান্নেরই আমেজ মেখে
ভুলি কঠিন দুখ্ ।