শিরোনাম -আঘাত!
কলমে-মোহাম্মদ জিয়াউল হক
তারিখ-০৬/১১/২০২৪
আপনি কষে করলেন আঘাত!
গায়ের চেয়ে লাগলো তা মনে,
মনে বেশ পাচ্ছেন জোর, দিয়েছি ফাটিয়ে,
চপেটাঘাত, বেত্রাঘাত, চাবুকাঘাত!
আঘাত যেভাবেই হোক, মনেতে কাটে দাগ।
কিছু কিছু কথার আঘাত দেখা যায় না মোটে,
দৃঢ় সম্পর্কটাকে তছনছ করে কটু কথার চোটে!
আপনি কথা বলার আগে ভাবুন শতবার,
ঠিক কতটা ক্ষত তৈরি হবে তার!
ভালোবাসার সম্পর্কটা ভেঙে করলেন চুরমার!
সম্পর্কটা কাঁচের মত হলো, কিভাবে জুড়বেন আবার?
ভুলেও করো না আঘাত,ভেবো গভীরতায়,
কতটুকু দাগ কাটবে যাবে দূরে অন্তরাত্মায়!
কটুকথা গালিগালাজ মুসলিমের নয় সীফত,
তুমি মুসলিম হয়ে কেমনে করো গীবত?