শিরোনাম : খেঁজুর রস
কলমে : দীপিকা হালদার
তাং ০৯/১১/২৪
শীত এলো চলো যাই
শ্যামলা গাঁয়ের বাড়ি
ভোরের বেলা খেঁজুর রস
নামাই হাঁড়ি হাঁড়ি..!
মাটির হাঁড়ি মাটির ঘ্রাণে
ভরে মন আর প্রাণ
খেঁজুর রসের পায়েস করলে
ছোটে মিষ্টি মধুর ঘ্রাণ।
সকাল বেলায় শিশির যেমন
ভেজায় দুটি পা
মাটির সোঁদা গন্ধ কেমন
মাতিয়ে রাখে গাঁ..!
নানা রকম মিষ্টি পিঠে
আর নবান্ন উৎসবে
সরল মনের মানুষগুলোর
আতিথেয়তা নিও সবে..!