শিরোনাম -চাইলেই কি ভালোবাসা যায়
কলমে -তাছলিমা আক্তার মুক্তা
তারিখ -০৬-১১-২৪
ভালোবাসি বললেই কি আর
ভালোবাসা যায় ,
একজীবনে একটাই মানুষকে
ভালোবাসতে চাই ।
ভালোবাসা নয়তো কোনো
বাজারের কেনা পণ্য,
এমন ভালোবাসতে চাই যেন
নিজেকে মনে হয় ধন্য।
ভালোবাসতে মন লাগে
গভীর শ্রদ্ধার হৃদয় ,
তবেই তো ভালোবাসায়
আত্মা তৃপ্ত হয় ।
ভালোবাসা নয়তো কোনো
পুতুল পুতুল বিয়ে ,
ভালোবাসার আগেই তবে
ভাবো জীবনটা নিয়ে।
ভালোবেসে চাই না কিছু
চাই যে শুধু তোমায় ,
তোমার প্রেমে অন্ধ হয়ে
আমি মরতে চাই ।